প্রথম প্রান্তিকে রেকর্ড আয় টেসলার

প্রকাশ: মে ০৫, ২০২১

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম তিন মাসে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি বাড়ায় রেকর্ড আয়ের তথ্য জানিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বিশ্বজুড়ে চিপ সংকটের কারণে গাড়ি উৎপাদন সরবরাহে বাধার মুখে পড়েছে নামিদামি সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তবে সবকিছু ছাপিয়ে প্রথম প্রান্তিকে টেসলার আয় হয়েছে হাজার ৩৯ কোটি ডলার। পাশাপাশি সময়ে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা সংস্থাটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ কোটি ৮০ লাখ ডলার। খবর দ্য গার্ডিয়ান।

চীনে টেসলার মডেল ওয়াই কমপ্যাক্ট স্পোর্ট ইউটিলিটি গাড়ির চাহিদা বিক্রি ভালো হওয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটি লাখ ৮৪ হাজার ৮০০টি গাড়ি সরবরাহ করেছে। সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

গত সপ্তাহে টেক্সাসের হাউজটনে টেসলার একটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়। এর পর পরই টেসলা গাড়ির নিরাপত্তা নিয়ে তদন্তে নামেন ফেডারেল কর্মকর্তারা। তদন্ত দল জানায়, দুর্ঘটনার সময় টেসলার মডেল এস সেডানে কোনো চালক ছিলেন না, এটি অটোপাইলট মুডে থাকা অবস্থাতেই দুর্ঘটনার শিকার হয় বলে তারা শতভাগ নিশ্চিত। এটি টেসলার গাড়ির দুই ডজনেরও বেশি দুর্ঘটনার একটির তদন্ত মাত্র।

কভিড-১৯ মহামারীর কারণে বিশ্বজুড়ে চিপের সংকট টেসলার পাশাপাশি বিশ্বের অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও প্রভাবিত করেছে। বিশ্বব্যাপী বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদা বৃদ্ধিতে টেসলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে জেনারেল মোটরস ফক্সওয়াগনের বিপক্ষে নিজেদের অবস্থান আরো দৃঢ় করতে আরো বেশি বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর টেক্সাসের অস্টিনে টেসলা নতুন গিগা ফ্যাক্টরি চালু করবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। এছাড়া বার্লিনে কারখানা স্থাপনের মাধ্যমে ইউরোপে তাদের প্রথম যাত্রা শুরু হবে।

প্রথম প্রান্তিকে টেসলা মডেল এস সেডান কিংবা মডেল এক্স এসইউভি নির্মাণ করেনি। কারণ তারা দুটি মডেলের নতুন ডিজাইনের গাড়ি বাজারজাত করার উদ্যোগ নিয়েছে। মার্চে দুটি গাড়ির নতুন সংস্করণ রফতানি করার কথা ছিল।

সম্প্রতি টেসলা জানায়, খুব অল্প সময়ের মধ্যেই মডেল এস এর প্রথম সরবরাহ শুরু করা হবে। তবে নির্দিষ্ট করে কোনো দিন বা তারিখ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়নি। গত বছর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য আট গুণ বৃদ্ধি পেয়েছিল। তবে তাদের প্রথম প্রান্তিকের আয়ের সংবাদ প্রচারের পর তা শতাংশ কমে গেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫