ছোট বিদ্যুচ্চালিত গাড়ি বানাবে টয়োটা-সুজুকি

প্রকাশ: মে ০৪, ২০২১

বণিক বার্তা ডেস্ক

জাপানের জন্য যৌথভাবে ছোট বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির ব্যাপারে কাজ করবে টয়োটা মোটর করপোরেশনের সহায়ক প্রতিষ্ঠান ডাইহাটসু মোটর করপোরেশন এবং সুজুকি মোটর করপোরেশন। খবর কিয়োদো নিউজ।

জাপানের ছোট গাড়ির মালিকরা নতুন করে বেশি দামের বিদ্যুচ্চালিত গাড়ি কিনবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তাই নতুন এসব গাড়ি নির্মাণ উন্নয়নসংক্রান্ত খরচ তিন প্রতিষ্ঠান সমানভাবে বহন করবে।

স্থানীয় বাজারে ডাইহাটসু সুজুকির ছোট গাড়ির তুমুল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। দুটি প্রতিষ্ঠানই ৬৬০ সিসির বেশি ইঞ্জিনের গাড়ি সরবরাহ করে। এসব গাড়ির রেজিস্ট্রেশন ফি করহার কম হওয়ায় বাজারে এগুলোর তুমুল চাহিদা রয়েছে।

জাপানে হাইব্রিড গাড়িগুলো বেশ জনপ্রিয়। যে কারণে অন্য বড় গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো বিদ্যুচ্চালিত গাড়ি চার্জিং স্টেশন নির্মাণের ব্যাপারে অনেকটাই পিছিয়ে। সেই সঙ্গে কিছু জাপানিজ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিদ্যুচ্চালিত গাড়ির উন্নয়নে একাই কাজ করার ব্যাপারে আগ্রহী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫