পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতা এগিয়ে

প্রকাশ: মে ০২, ২০২১

বণিক বার্তা অনলাইন

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় জয় পেতে যাচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে ২৯২টি আসনের মধ্যে মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে ২০টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ৮ আসন। এছাড়াও সিপিএম ১টি এবং অন্যান্য দলগুলো পেয়েছে ৩টি আসন। খবর টাইমস অব ইন্ডিয়া।

আজ রোববার ভারতীয় সময় সকাল আটটা (বাংলাদেশ সময় সাড়ে আটটা) থেকে ভোট গণনা শুরু হয়। এতে দেখা যাচ্ছে, সময় যত বাড়ছে, ততই বিজেপির সঙ্গে ব্যবধান বাড়াচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

এদিকে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলা হয়েছে, গণনা যত এগোচ্ছে, ততই তৃণমূলের জয়ের ছবি স্পষ্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকরা। রাস্তার উপরই আবির খেলা শুরু হয়েছে। ঢাক ঢোল বাজিয়ে জয়ধ্বনি শোনা যাচ্ছে দলের নামে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫