পুঁজিবাজারের স্মলক্যাপ প্লাটফর্মে তা‌লিকাভু‌ক্তি

কনসেন্ট লেটার পেয়েছে নায়েলকো অ্যালয়স

প্রকাশ: মে ০১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারের স্মলক্যাপ প্লাটফর্ম থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া নায়েলকো অ্যালয়স নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে কনসেন্ট লেটার পেয়েছে।

গত ২৯ এপ্রিল নিয়াকো অ্যালুস ও তার ইস্যু ম্যানেজারের কাছে কনসেন্ট লেটার পাঠিয়েছে বিএসইসি।

এর আগে বিএসইসির ৭৭০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি নিকেল অ্যালমুনিয়াম কপার তৈরি করে। নায়েলকো অ্যালয়স ১০ টাকা মূল্যে ৭৫ লাখ শেয়ার ইস্যু করে সাড়ে ৭ কোটি টাকা মুলধন সংগ্রহ করবে। কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করবে। সংগ্রহ করা টাকা দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ সেপ্টেম্বর,২০২০ সময় অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হলো ৯১ পয়সা। এই সময়ো কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১২ টাকা ৪৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫