জাকাতের টাকা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারকে দেয়ার আহ্বান

প্রকাশ: এপ্রিল ২৩, ২০২১

বণিক বার্তা অনলাইন

দেশ-বিদেশের সামর্থ্যবান নাগরিকদের জাকাতের টাকা ‌গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দেয়ার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিডনি রোগীর ডায়ালাইসিস  ও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ফলে চিকিৎসার এক পর্যায়ে অনেকে অর্থের অভাবে ডায়লাইসিস বন্ধ করে দিতে বাধ্য হ

 

এ কারণে, গত ১৪ এপ্রিল থেকে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার তাদের ডায়ালাইসিসের খরচ কমিয়েছে। কিন্তু এরপরেঅনেক দরিদ্র কিডনি রোগী টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছেন না। এইসব রোগীদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

 

এই স্বাস্থ্যকেন্দ্রটি সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের সহায়তায় প্রতিদিন গড়ে ৩০০ কিডনি রোগীকে নামমাত্র মূল্যে গুণগত মানের সেবা দিয়ে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫