ভারতে করোনায় মৃত্যু ও শনাক্তে নতুন বিশ্ব রেকর্ড

প্রকাশ: এপ্রিল ২৩, ২০২১

বণিক বার্তা অনলাইন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (ভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৬৩ জন। একদিনের পরিসংখ্যানে দেশটিতে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ভারতে ১ লাখ ৮৬ হাজার ৯২০ জন মারা গেছেন।

একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। এটি  এখন পর্যন্ত ভারতে তথা বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। খবর এনডিটিভি ও রয়টার্স।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন আরও ১ লাখ ৩৭ হাজার ১৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ১৫৯ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ ও দিল্লি। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৬৭ হাজার ১৩ জন।

গত ১৫ এপ্রিল থেকেই ভারতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে আজও টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক শনাক্তের সংখ্যা তিন লাখেরও বেশি।

পরিসংখ্যান বলছে, গত জানুয়ারিতে একদিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জন শনাক্ত হয়। সে হিসেবে আজ বিশ্বের মধ্যে ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। একদিনে মোট শনাক্তের দিক থেকে বিশ্ব রেকর্ড ভারতে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫