ডিএসই’র মোবাইল অ্যাপে সকাল ১০টার মধ্যে লগ ইনের অনুরোধ

প্রকাশ: এপ্রিল ২২, ২০২১

বণিক বার্তা অনলাইন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ তাদের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের সকাল ১০টার মধ্যে লগইন করার অনুরোধ জানিয়েছে। ডিএসই সূত্রে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, মোবাইল অ্যাপ যাতে সঠিকভাবে কাজ করে এ জন্য অ্যাপ ব্যবহারকারীদের সকাল ১০টার মধ্যে লগ ইন করতে হবে।

উল্লেখ্য, গতকাল অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সার্ভারে বেশি চাপ দেখা যায়। এতে ডিএসই মোবাইল অ্যাপে ত্রুটি দেখা দেয়। যে কারণে শেয়ার লেনদেনে বিঘ্ন ঘটে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, লকডাউনের মধ্যে অনলাইনে, মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীদের লেনদেন সহজ হয়। সেখানে মোবাইল অ্যাপের সমস্যা ইদানিং আরও বাড়ছে।

ডিএসই মোবাইল অ্যাপ সকাল ১০ থেকে  ১০টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় প্রতিদিনই ওপেন করতে সমস্যায় পড়তে হচ্ছে বিনিয়োগকারীদের।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫