প্রি-ওপেনিং পুনরায় চালু করেছে ডিএসই

প্রকাশ: এপ্রিল ২২, ২০২১

বণিক বার্তা অনলাইন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রি-ওপেনিং, ওপেনিং, ক্লোজিং এবং পোস্ট-ক্লোজিং সেশন পুনরায় চালু করতে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বৃহস্পতিবার থেকে ডিএসইর প্রি-ওপেনিং ও ওপেনিং সেশন চালু হয়েছে। সকাল ৯:৪৫ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সেশনে বিনিয়োগকারীরা শুধু শেয়ার ক্রয় বা বিক্রয় আদেশ দিতে পারবেন। এই সেশনে একটি আইডিয়াল ওপেনিং প্রাইস নির্ধারণ করা হবে। সর্বোচ্চ সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা যেই প্রাইসে থাকবে সেটাই হবে ওপেনিং প্রাইস। নিয়মিত সময়ে যেয়ে এই ওপেনিং প্রাইসে লেনদেনটি সম্পন্ন হবে। পরবর্তীতে স্বাভাবিক নিয়মে নিয়মিত সেশনটি চালু থাকবে।

অপরদিকে দুপুর সাড়ে ১২টায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন শুরু হবে। বেলা ১২.৩০টা থেকে ১.৪৫টা পর্যন্ত ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সময় হিসেবে ধরা হবে। এ সময়ে বিনিয়োগকারীরা নতুন করে কোনো শেয়ার দর প্রস্তাব করতে পারবেন না। শুধুমাত্র ক্লোজিং প্রাইসে শেয়ার ক্রয় বা বিক্রয়ের সুযোগ পাবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫