গৌরীপুরে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ: এপ্রিল ২২, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, ময়মনসিংহ

১৮ চোরাকারবারি আটক

ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল বিকালে র‌্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসাইন তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মো. মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (৩০), আকরাম (২০), মিরাজ (৩০), মমিন (৩২), ইমরান (২৫), রাজু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), রুবেল (৩৪), সুমন মীর (৩২), হারেস (৪৭), রাজু (৩২) মো. সাব্বির (২০)

মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বাংলাদেশে নিয়ে এসেছে। তথ্যের ভিত্তিতে গৌরীপুর উপজেলায় অভিযান চালানোর নির্দেশ দেন র‌্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত। পরে গতকাল ভোর সোয়া ৪টার দিকে মেজর আখের মুহম্মদ জয় এবং এএসপি তাসলিম হুসাইনের নেতৃত্বে র‌্যাব-১৪-এর ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গৌরীপুর উপজেলার বেলতলী বড় মসজিদ এলাকায় অভিযান চালায়। সময় ছয়টি ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারিকে আটক করা হয়।

পণ্যগুলো হলো এক হাজার পিস ভারতীয় থ্রিপিস, ২৫০ পিস লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ি, হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদি, চার হাজার পিস চকোলেট, চার হাজার পিস ভারতীয় বেটনোভেট ক্রিম তিন হাজার পিস

স্কিনসাইন ক্রিম। পণ্যগুলোর আনুমানিক মূল্য কোটি টাকা। র‌্যাব জানায়, ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা ভারত থেকে বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছে। ঘটনায় তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫