যমুনায় থেকে বালি উত্তোলনের দায়ে ১১ জনের জেল

প্রকাশ: এপ্রিল ২২, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর বালির ঘাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলন বিক্রির সময় ১১ জনকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। সময় প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বালির ঘাট থেকে চারটি ভেকু, পাঁচটি ট্রাক ৪৪ হাজার ৭৬২ টাকা জব্দ করা হয়েছে।

গতকাল দুপুরে উপজেলার জগত্পুরা এলাকায় পুলিশ  র‌্যাবের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার ছাব্বিশা গ্রামের আরশেদের ছেলে এনামুল, তাহাছানের ছেলে ছানা, জগত্পুরা গ্রামের পাঠান আলীর ছেলে ওয়াসিম খান, রসুনা গ্রামের খোকনের ছেলে ইমতিয়াজ, নলিন গ্রামের জরানের ছেলে নুরুল ইসলাম, কুঠিবয়ড়া গ্রামের আকাব্বরের ছেলে ছালাম সরকার, বাগবাড়ী গ্রামের জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম, ছাব্বিশা গ্রামের হায়দার আলীর ছেলে হাফিজুর, একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে আপেল, জগত্পুরা গ্রামের পাঠান আলীর ছেলে আরমান খান ছাব্বিশা গ্রামের বাবলু মিয়ার ছেলে বিপ্লব হোসেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন র‌্যাব ১২ সিপিসি- টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫