নিজস্ব ‘সিলিকন ভ্যালি’ তৈরি করছে ইন্দোনেশিয়া

প্রকাশ: এপ্রিল ২২, ২০২১

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির আদলে অ্যালগরিদম হিল নামে একটি প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইন্দোনেশিয়া। মে মাসের মাঝামাঝি সময়ে প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। খবর বারনামা নিউজ এজেন্সি।

প্রকল্পে যুক্ত দুই রাষ্ট্রায়ত্ত সংস্থার একটি কিনিকু বিনতাং রায়া কেএসওর প্রধান নির্বাহী বুদিমান সুদজাতমিকো তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলিকন ভ্যালির ইন্দোনেশিয়া মডেলের জন্য প্রাথমিকভাবে ১২০ কোটি ডলারের একটি তহবিল প্রস্তুত করা হয়েছে। পশ্চিম জাভার চিকিদাং জেলায় ৮৮৮ হেক্টর জায়গাজুড়ে অ্যালগরিদম হিল তৈরি করা হবে। এতে অগ্রাধিকার পাবে পাঁচটি গবেষণা প্রকল্প। অ্যালগরিদম হিল তৈরি হতে প্রায় ১১ বছর সময় লাগবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর মূল লক্ষ্য থাকবে চালকবিহীন বিমান ন্যানো স্যাটেলাইট তৈরি করা।

প্রকল্পটি বাস্তবায়ন করবে পিটি কিনিকু বিনতাং রায়া। এটি দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা পিটি কিনিকু নুসা ক্রেয়াসি পিটি বিনতাং রায়া লোকালেসতারির একটি যৌথ উদ্যোগ। গত এপ্রিল প্রতিষ্ঠিত হয় পিটি কিনিকু বিনটাং রায়া।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫