ঢাকায় এলো মেট্রোরেলের প্রথম ট্রেন

প্রকাশ: এপ্রিল ২১, ২০২১

বণিক বার্তা অনলাইন

অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে মেট্রোরেলের প্রথম সেট ট্রেন। মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন আজ বুধবার বিকেল পৌঁনে ৫ টা নাগাদ ট্রেনের দু’টি বগি নিয়ে বহনকারী একটি ছোট জাহা উত্তরায় মেট্রোরেলের ডিপো সংলগ্ন জেটিতে এসে ভিড়ে

আরো দু’টি ছোট জাহাজে করে মেট্রোরেলের প্রথম সেট ট্রেনের বাকি চারটি বগি আজ সন্ধ্যা নাগাদ একই জেটিতে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা ট্রেনটি জেটি থেকে মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে আগামী ২৩ এপ্রিল।

জাপানের কোবে বন্দর থেকে জাহাজে করে গত ৪ মার্চ বাংলাদেশের উদ্দেশে রওনা হয় মেট্রোরেলের প্রথম সেট ট্রেন। বাংলাদেশের মোংলা বন্দরে এসে পৌঁছায় ৩১ মার্চ। সেখান থেকে আরেকটি জাহাজে করে ট্রেনটি ঢাকায় আনা হচ্ছে।

নির্মাণাধীন উত্তরা-মতিঝিল মেট্রোরেলের জন্য সবমিলিয়ে ২৪ সেট ট্রেন কেনা হচ্ছে। ট্রেনগুলো বানাচ্ছে জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিতসুবিসি।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো দেশে চলে আসবে। দ্বিতীয় সেট ট্রেনটি ঢাকায় পৌঁছাতে পারে ১৬ জুন। তৃতীয় ট্রেনটি ১৩ জুন রওনা দিয়ে ১৩ আগস্ট পৌঁছাতে পারে ঢাকায়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫