চুয়েট-কুয়েট-রুয়েটের ভর্তি পরীক্ষা ১২ জুন

প্রকাশ: এপ্রিল ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে আবেদন শুরু ২৪ এপ্রিল

চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (লেভেল-) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ২৪ এপ্রিল সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ সময় আগামী মে বিকাল ৫টা পর্যন্ত।

গতকাল চুয়েট, কুয়েট রুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক . মো. রবিউল আলম এবং সদস্যসচিব অধ্যাপক . মো. মইনুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদনের ঠিকানা https://www.admission ckruet.ac.bd/ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা অন্যান্য শর্ত ওয়েবসাইটে জানা যাবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫