কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

প্রকাশ: এপ্রিল ২১, ২০২১

কোস্ট ফাউন্ডেশন এবং স্থায়িত্বশীল পল্লী জীবন-জীবিকার জন্য প্রচারাভিযান (সিএসআরএল), ক্লিন-বিডি, বিআইপিএনইটি-সিসিবিডি, সিপিআরডির যৌথ আয়োজনে সম্প্রতি একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সম্মেলন: নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক এই ওয়েবিনারে সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান . কাজী খলীকুজ্জমান আহমদ।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। কোস্ট ফাউন্ডেশনের রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য দেন গাইবান্ধা- আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিসিএএসের নির্বাহী পরিচালক . আতিক রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক . আইনুন নিশাত, পরিবেশ, বন জলবায়ু মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা. মনজুরুল হান্নান খান প্রমুখ।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্টের সৈয়দ আমিনুল হক। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলার আন্দোলনে বৈশ্বিক নেতৃত্ব নিতে চাইলে যুক্তরাষ্ট্রকে এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিতে হবে। যেমন গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাস করা, সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন প্রশমন কর্মসূচিতে অর্থায়ন করতে হবে। মূল প্রবন্ধে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন তিনি। সেখানে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে কার্বন নিঃসরণ মাত্রা ২০১০ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নেমে আসে।

ওয়েবিনারে অন্যদের মধ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ জামিল, সিএসআরএলের জিয়াউল হক মুক্তা, সিপিআরডির নির্বাহী পরিচালক শামসুদ্দোহা, বিপনেট-সিসিবিডির মৃণাল কান্তি ত্রিপুরা, ক্লিন-বিডির হাসান মেহেদি বাংলাদেশ ক্লাইমেট জার্নালিস্ট ফোরামের কাওসার রহমান। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫