জয়িতা ফাউন্ডেশনের অনলাইন বিপণনবিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশ: এপ্রিল ২১, ২০২১

বর্তমান করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় নারী উদ্যোক্তাদের অনলাইনে পণ্য বিপণনে আগ্রহ সৃষ্টি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার লক্ষ্যে সম্প্রতি এক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়। জয়িতা ফাউন্ডেশনের আইটিবিষয়ক কনসালট্যান্ট সারাহ জিতার সঞ্চালনায় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফরোজা খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা অনলাইন বিপণন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা সমাধানের আশ্বাস দেয়া হয়। একই সঙ্গে অনলাইন বিপণনের প্রতি আরো মনোযোগ দেয়ার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানান জয়িতা ফাউন্ডেশনের কর্তারা। সভায় আরো উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) নিপুল কান্তি বালাসহ জয়িতা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫