রাঙ্গামাটিতে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের কাজ শুরু

প্রকাশ: এপ্রিল ২১, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, রাঙ্গামাটি

অবশেষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বহুল প্রত্যাশিত সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ শুরু হয়েছে। গত বছর করোনা রোগীদের চিকিৎসার জন্য সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরুর কথা থাকলেও অদৃশ্য কারণে বন্ধ ছিল। তবে বছর করোনা সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দুই মাস পর থেকে এর সুফল পাবে রাঙ্গামাটির মানুষ।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে চলছে প্লান্টের কাঠামো নির্মাণকাজ। এর ভেতরে চলছে পাইপ লাইন বসানোর কাজ।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, অনিবার্য কারণে কাজটি দুই মাসের জন্য বন্ধ ছিল। এখন আবারো শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে আগামী দুই মাসের মধ্যে তারা কাজটি শেষ করে আমাদের বুঝিয়ে দেবে। তখন রাঙ্গামাটিবাসী এর সুফল ভোগ করতে পারবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫