স্বাস্থ্যবিধি লঙ্ঘন

বাগেরহাটে ১৮৯ মামলা ও জরিমানা

প্রকাশ: এপ্রিল ২১, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

লকডাউনে বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ১৮৯ জনকে লাখ ৫১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউনের প্রথম দিন ১৪ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮৯টি মামলায় জরিমানা আদায় করেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক ফয়জুল হক বলেন, লকডাউনের শুরু থেকে মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, মাইকিংসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫