সিমাগো র‍্যাংকিং

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে আইইউবি

প্রকাশ: এপ্রিল ২০, ২০২১

সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাংকিং ২০২১-এর তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) গবেষণা, উদ্ভাবন সামাজিক প্রভাব তিন  বিষয়ের ওপর ভিত্তি করে চলতি বছর সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাংকিং তালিকায় সবার উপরে স্থান করে নিয়েছে আইইউবি। তালিকায় দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইউবির অবস্থান দশম। ২০২১ সালে সারা বিশ্ব থেকে ৭৫৫৩টি শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান তালিকায় জায়গা পেয়েছে। স্কপাস ডাটাবেজে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন সব প্রতিষ্ঠানকেই  র‍্যাংকিংয়ের জন্য বিবেচনায় নেয়া হয়েছে।

স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাংকিং হলো আন্তর্জাতিক র‍্যাংকিং প্রতিষ্ঠান। যেখান থেকে স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা গবেষণা প্রতিষ্ঠানের র‍্যাংকিং প্রকাশ করে থাকে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫