ইয়ুথ পলিসি ফোরামের ধারাবাহিক সেমিনারের প্রথম পর্ব অনুষ্ঠিত

প্রকাশ: এপ্রিল ২০, ২০২১

তরুণদের দিয়ে পরিচালিত নীতিনির্ধারণী প্লাটফর্ম ইয়ুথ পলিসি ফোরাম আয়োজিত ওয়াইপিএফ অন এভিডেন্স শীর্ষক ধারাবাহিক সেমিনার সিরিজের প্রথম পর্ব সম্প্রতি অনুষ্ঠিত হয়। অন এভিডেন্স সিরিজের প্রথম পর্বটি শুরু হয় ইয়ুথ পলিসি ফোরামের তরুণ গবেষক দলের বাংলাদেশের এলডিসি উত্তরণ সম্পর্কিত একটি সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে। নতুন ধারাবাহিক অন এভিডেন্স সিরিজটিতে বিভিন্ন উন্নত দেশের কোন কোন পলিসি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাস্তবসম্মত অনুকরণীয় তা তুলে ধরা হবে। একই সঙ্গে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে তরুণ গবেষকদের নিজ উপস্থিতি নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য। ওয়েবিনারের অন্যতম গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।

সেমিনারের বিষয়বস্তু ছিল স্বল্পোন্নত দেশভুক্ত থাকার পর অবশেষে উত্তরণ বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য কতটুকু সুযোগ সৃষ্টি করবে। এছাড়া সামনের যাত্রায় প্রতিবন্ধকতা রয়েছে কতটুকু, তা নিয়ে আলোচনা করা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে আরো উপস্থিত ছিলেন ওয়াইপিএফ স্বাস্থ্য কল্যাণবিষয়ক সিনিয়র ফেলো নাকিবুর রহমান। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মনে করেন স্বল্পোন্নত দেশ বা এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ যেসব বৈশ্বিক সুবিধা পেয়ে আসছে, সেটা প্রত্যাহার করা হলেও বাংলাদেশের ওষুধ তৈরি পোশাক শিল্পের অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের অবস্থান দৃঢ় রাখতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫