কৃষকদের শতকোটি ইউরো সহায়তা দেবে ফ্রান্স

প্রকাশ: এপ্রিল ২০, ২০২১

বণিক বার্তা ডেস্ক

বসন্তকালীন শৈত্য প্রবাহ শীতের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১০০ কোটি ইউরো বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে ফরাসি সরকার। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়। এর মধ্যে খাজনা মওকুফসহ সরকারি দায়বদ্ধতা ঋণ রাষ্ট্রীয় ভর্তুকি অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় সরকারের জরুরি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ আর্থিক সুবিধা দেয়া হবে। খবর রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, যেসব কৃষকরা উল্লেখযোগ্য কিংবা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা কৃষি বিপর্যয় তহবিল থেকে অর্থ পাওয়ার যোগ্য হবেন। প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া হবে। আগে ওয়াইন উৎপাদনকারী কৃষকদের ধরনের সুবিধা দেয়া হতো না। এবার তারাও ভর্তুকি পাবেন।

মাসে ইউরোপীয় ইনিয়নের বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ ফ্রান্সে কয়েক দিন তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। এতে আপেল, আঙ্গুরসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা তাদের আঙ্গুরক্ষেতে মোমবাতি খড় জ্বালিয়ে তামপাত্রা বৃদ্ধির চেষ্টা করেন।

দেশটির সবচেয়ে বড় ফার্ম ইউনিয়স এফএনএসইএ সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা আরো জানিয়েছে, আবহাওয়া বিপর্যয়ের ফলে এবার কৃষকদের ৩০০ কোটি ইউরো ক্ষতি হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫