মে মাসে পুরোপুরি উৎপাদনে ফেরার লক্ষ্য রেনেসাসের

প্রকাশ: এপ্রিল ২০, ২০২১

বণিক বার্তা ডেস্ক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানায় মে মাসে নতুন করে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে জাপানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান রেনেসাস। যা জুনের শেষের দিকে চালু করার কথা ছিল। সোমবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিদেতোশি শিবাতা। খবর ব্লুমবার্গ।

চলতি সপ্তাহের শেষ দিকে নির্ধারিত দিনের দুদিন আগেই কারখানায় আংশিক উৎপাদন শুরু করতে যাচ্ছে রেনেসাস। এর আগে ১৯ মার্চ আগুনে পুড়ে যায় টোকিওর উত্তরে অবস্থিত নাকায়ার রেনেসাসের কারখানা। তখন সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, কারখানা পুরোপুরি চালু হতে ১০০ দিনের মতো সময় লাগবে।

শিবাতা বলেছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের সক অংশীদারকে। তারা অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের অভিযোগ না করে বরং কারখানা পুনরায় চালু করতে সহায়তা করেছেন।

কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা বিশ্ব গাড়ির বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। গাড়ি নির্মাতারা চিপ সংকটের কারণে যথাসময়ে গাড়ি বাজারে আনতে হিমশিম খাচ্ছে। যদিও ঘটনার আগেই গাড়ি নির্মাতারা বলছিলেন, বছর এই শিল্প হাজার ১০০ কোটি ডলার বিক্রি ঘাটতিতে পড়বে। মোটরগাড়ি চিপের অন্যতম প্রধান সরবরাহকারী রেনেসাস মার্চে সতর্ক করেছিল, তারা যদি কারখানা চালু করতে না পারে তাহলে বিশ্বব্যাপী এক মাস গাড়ির চিপ পাওয়া যাবে না।

সংস্থাটি অগ্নিকাণ্ডের পর অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানকে তাদের ক্লায়েন্টদের চিপ সরবরাহ করার অনুরোধ জানিয়েছিল। এতে হাজার ৪০০ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে রেনেসাস।

ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের মাসাহিরো ওয়াকাসুগি বলেছেন, দ্বিতীয় প্রান্তিকে রেনেসাসের বিক্রি কমে যেতে পারে। এতে সংস্থাটি প্রায় হাজার থেকে দেড় হাজার কোটি ইয়েন ক্ষতির মুখে পড়বে। 

টয়েটো মোটর করপোরেশন, ফোর্ড মোটর করপোরেশন নিশান মোটর করপোরেশনের মতো বড় গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলো রেনেসাসের চিপ ব্যবহার করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫