দুই মাস ধরে ঊর্ধ্বমুখী তামার বাজার

প্রকাশ: এপ্রিল ১৯, ২০২১

বণিক বার্তা ডেস্ক

দুই মাস ধরে দরপতনের পর গত ফেব্রুয়ারিতে হঠাৎ করেই বেড়ে যায় তামার দাম। যুক্তরাষ্ট্র চীনের অর্থনৈতিক তথ্য-উপাত্ত প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দুই মাসের মধ্যে সর্বোচ্চে ওঠে বৈশ্বিক তামার দাম। সেই থেকে গত দুই মাস ধরে এখনো বেশ ভালো অবস্থায় তামার বাজার। গত শুক্রবার সর্বশেষ কমেছে তামার দাম। তবে সাপ্তাহিক মূল্যপতনের পরও গত বছরের তুলনায় বৈশ্বিক তামার দাম বর্তমানে সঠিক পথেই রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

বর্তমানে ধাতুটির দাম গত বছরের তুলনায় বেশ ওপরে রয়েছে। সামনে এটির দাম আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় চলতি বছরের শুরুতে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বেশ ত্বরান্বিত হয়। তবে এখনো তা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই বৈশ্বিক তামার বাজারে এর একটা প্রভাব রয়েই গেছে বলে মনে করছেন তারা।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম সর্বশেষ শতাংশ কমে টনপ্রতি হাজার ১৯০ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় তামার বর্তমান দাম এখনো শতাংশের ওপরে রয়েছে। 

এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বেড়েছে তামার দাম। সে সময় শিল্প ধাতুটির দাম বেড়ে দাঁড়ায় টনপ্রতি হাজার ৬১৭ ডলারে। 

কমার্জব্যাংকের বিশ্লেষক ড্যানিয়েল ব্রিজমেনের মতে, চীনের সর্বশেষ অর্থনৈতিক তথ্য-উপাত্ত বলছে, বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে দেশটির অর্থনীতি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫