২২ এপ্রিল থেকে দোকানপাট খোলার দাবি

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২১

বণিক বার্তা অনলাইন

আগামী ২২ এপ্রিল থেকে মার্কেট-শপিংমল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ রোববার  নিউমার্কেটে অবস্থিত দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা প্রণোদনার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।  

র্ধ্বমুখী করোনা সংক্রমনের লাগাম টানতে আট দিন ব্যাপী সর্বাত্মক লকডাউনের  পঞ্চম দিন চলছে আজ। এর আগে গত ৪ এপ্রিল থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করলে ৫ই থেকে নিউমার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করেন।

আন্দোলনে একাত্মতা পোষণ করে দেশের  বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা এর পরিপ্রেক্ষিতে গত ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার অনুমতি দেয় সরকার

গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া চলমান আট দিনের লকডাউন আগামী ২১ এপ্রিল মধ্য রাতে শেষ হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫