শ্রমজীবী মানুষের জন্য রেশনিংয়ের দাবি

বরিশালে বাসদের রিকশা মিছিল

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ রেশনিংয়ের দাবিতে বরিশালে রিকশা মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা। গতকাল বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে মিছিল শুরু হয়।

মিছিল পূর্ব সমাবেশে জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, শ্রমিকদের ত্রাণ না দিয়ে লকডাউন কার্যকর করা সম্ভব নয়। এক মাসের চাল-ডাল এবং কমপক্ষে হাজার টাকা করে শ্রমিক পরিবারের হাতে তুলে দিয়ে তারপর লকডাউন কার্যকরের দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, শ্রমিকদের অযথা হয়রানি করে রিকশা উচ্ছেদ কিংবা ভাংচুর করে এর সমাধান হবে না। তিনি শ্রমিকদের জন্য অবিলম্বে ত্রাণ রেশনিং চালু করার দাবি জানান। দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার এবং মহানগর ছাত্র ফ্রন্টের প্রচার প্রকাশনা সম্পাদক বিজন সিকদার প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫