ব্যাংকের শীর্ষ পদে নাগরিকদের নিয়োগ দিচ্ছে কুয়েত

প্রকাশ: এপ্রিল ১৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

শীর্ষস্থানীয় পদগুলোয় নাগরিকদের নিয়োগ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দিয়ে বলা হয়, জাতীয়করণের উদ্দেশে উপসাগরীয় দেশটির নাগরিকদের অগ্রাধিকারমূলক অংশগ্রহণকে ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। খবর গালফ নিউজ।

অতি সাম্প্রতিক এক নির্দেশনায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, কুয়েতের ব্যাংকগুলোর অন্তত ৭০ শতাংশ শীর্ষ মাঝারি মানের ব্যবস্থাপনা পদে দেশীয় নাগরিকদের নিয়োগ দিতে হবে। আর নির্দেশনা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে ২০২৩ সাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কুয়েত সরকার।

এর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে চাকরির ক্ষেত্রে দেশীয় নাগরিকদের অগ্রাধিকার দেয়ার বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দিতে দেখা গেছে। কুয়েতের বর্তমান ৪৮ লাখ জনসংখ্যার বিপরীতে দেশটিতে বিদেশী নাগরিক ৩৪ লাখ। দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ গত বছর জানিয়েছিলেন, কভিড-১৯ মহামারী এবং দেশের তেলের দাম কমে যাওয়া কুয়েতের অর্থনীতিকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। এমন পরিস্থিতিতে দেশটিতে বিদেশী জনসংখ্যা ৩০ শতাংশেরও অর্ধেকে নামিয়ে আনা উচিত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫