এক মাসে সর্বোচ্চে ইউরোপীয় ইউনিয়নের গমের দাম

প্রকাশ: এপ্রিল ১৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

বীজ বপন মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে বেড়েছে ইউরোপীয় ইউনিয়নের গমের দাম। এতে এক মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে অঞ্চলের গম। ফলে বর্তমানে প্যারিসভিত্তিক ইউরোনেক্সেটের ব্যবসায়ীদের সেপ্টেম্বরে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক শতাংশ বেড়ে টনপ্রতি ২০২ ইউরোতে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।

সাম্প্রতিক বৈরী আবহাওয়া যুক্তরাষ্ট্রে ভুট্টার বীজ বপনকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইভাবে ইউরোপেও শীত শুষ্ক আবহাওয়ার বিরূপ প্রভাব আন্দাজ করতে পারছেন গম ব্যবসায়ীরা। অবস্থায় বুধবার সর্বশেষ গমের দাম বাড়িয়ে দিয়েছেন তারা, বর্তমানে যার মূল্য এক মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তর (ইউএসডিএ) জানায়, দেশটির কৃষকরা চলতি মৌসুমে এখন পর্যন্ত তাদের প্রক্কলিত মোট জমির মাত্র শতাংশে ভুট্টা চাষ করতে পেরেছেন। তবে গম ব্যবসায়ীরা মনে করছেন, ফ্রান্সজুড়ে বেশ ঠাণ্ডা আবহাওয়া এবং ইউরোপের বেশকিছু অঞ্চলে শুষ্ক আবহাওয়ার আশঙ্কা রয়েছে, যা অঞ্চলের গম চাষাবাদকে বাধাগ্রস্ত করবে।

চলতি মৌসুমে ফ্রান্সের বসন্তকালীন খাদ্যশস্য চাষাবাদের জমির পরিমাণ ২০২০ সালের চেয়েও কমে আসবে বলে পূর্বাভাস ইউএসডিএর। তবে গত বছরের বৃষ্টিকবলিত অবস্থার তুলনায় বছর সাদা গম (সফট হুয়িট) উৎপাদন কিছুটা বাড়বে বলে মনে করছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

এদিকে প্রতিপক্ষ রাশিয়া কর্তৃক রফতানিতে করারোপ সত্ত্বেও জার্মানির গমে বিদেশী চাহিদা কমে যাওয়া আশাহত করেছে দেশটির ব্যবসায়ীদের।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫