প‌হেলা বৈশাখ ও রমজা‌নের শু‌ভেচ্ছা জা‌না‌লেন ওবায়দুল কা‌দের

প্রকাশ: এপ্রিল ১৪, ২০২১

বণিক বার্তা অনলাইন

প‌হেলা বৈশাখ এবং প‌বিত্র মা‌হে রমজা‌নের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। বুধবার নি‌জের সরকা‌রি বাসভব‌নে নিয়‌মিত ব্রিফিং‌য়ে এ শু‌ভেচ্ছা জানান তি‌নি।

এসময় তিনি ব‌লেন, করোনা কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পহেলা বৈশাখ। এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে।

মহামারিকা‌লে আ‌ক্ষেপ ক‌রে ওবায়দুল কা‌দের ব‌লেন, চিরচেনা পহেলা বৈশাখকে আজ চেনাই যায় না।  এই দিনের সব রূপ-রস-গন্ধ হারিয়ে গেছে। হারিয়ে গেছে হাসি আনন্দের চিরচেনা বাঁশির সুর। সর্বজনীন বৈশাখী আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারি করোনার আতংকের অন্ধকারে।  তবুও নতুন আশার মালা গেঁথে বাঙালির বেঁচে থাকার নিরন্তর লড়াই চলছে।



 


অদৃশ্য শত্রু' করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে প্রাণঘাতী করোনাকে। সময়ের সাহসী কান্ডারী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই করোনার বিরুদ্ধে, বিজয়ী হই বৈশাখীর চেতনার শত্রু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫