রোজা শুরু আজ

প্রকাশ: এপ্রিল ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী বলেন, আজ (মঙ্গলবার) রাতেই তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী মে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ধর্ম মন্ত্রণালয় তারাবি অন্যান্য ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি নিয়ে নামাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫