পবনের ‘উকিল সাব’-এর তিনদিনে শতকোটি রুপি আয়

প্রকাশ: এপ্রিল ১৩, ২০২১

ফিচার ডেস্ক

বক্স অফিসে চমক দেখাচ্ছে তেলেগু অভিনেতা পবন কল্যাণের ছবি উকিল সাব মুক্তির প্রথম তিনদিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি রুপি। খবর ইন্ডিয়া ডটকম।

ভারতজুড়ে চলছে মহামারীর দ্বিতীয় ঢেউ। প্রতিদিন লক্ষাধিক আক্রান্তের পাশাপাশি মৃত্যুবরণ করছে প্রায় এক হাজার মানুষ। ভারতসহ বিশ্বের অধিকাংশ দেশেই সিনেমা প্রদর্শনে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। ভারতেও ৫০ শতাংশ দর্শক নিয়ে চলছে হলগুলো। নামমাত্র মূল্যে টিকিট বিক্রি হচ্ছে বেশকিছু রাজ্যে। এমন সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমার ব্যবসা নিয়ে শঙ্কা ছিল অনেকের। তার পরও চমক দেখাচ্ছে বলিউডের পিংক ছবির রিমেক উকিল সাব। প্রথম তিনদিনেই বক্স অফিসে জমা পড়েছে শতকোটি রুপি আয়ের হিসাব।

প্রতিবেদনে বলা হচ্ছে, মুক্তির প্রথম দিনেই চমক দেখিয়ে উকিল সাব আয় করেছে ৪৪ কোটি রুপি। পরের দুদিনেও অব্যাহত আছে সিনেমাটির জয়যাত্রা। শুধু ভারতে আয় করেছে ৭০ কোটি রুপি। ট্রেডসোর্স সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী ছবির আয় দাঁড়িয়েছে ১০০ কোটি রুপিতে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, ভারতের বাজারে শিগগিরই থালাপতি বিজয়ের মাস্টার হলিউডের গডজিলা ভার্সেস কং ছবির রেকর্ড ভেঙে দিয়ে মহামারীতে মুক্তিপ্রাপ্ত সর্বোচ্চ আয়ের সিনেমা হতে যাচ্ছে উকিল সাব।

অমিতাভ বচ্চন অভিনীত বলিউডের পিংক সিনেমার তেলেগু রিমেক উকিল সাব। ছবিটি পরিচালনা করেছেন শ্রীরাম রেণু।

পবন কল্যাণ ছাড়াও এতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। আরো অভিনয় করেছেন প্রকাশ রাজ, নিবেথা থমাস, অঞ্জলি, অনন্য নাগাল্লা, মুকেশ ঋষি, দেব গিল, সুব্বরাজু, ভামসি কৃষ্ণ, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন এস থমন এবং প্রযোজনা করেছেন দিল রাজু।

 

সূত্র: ইন্ডিয়া ডটকম


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫