‘অ্যারোপ্লেন ফ্লাইং মেকানিজম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: এপ্রিল ১২, ২০২১

নিজস্ব প্রতিবেদক

গত শনিবার বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে আয়োজিত হলো অ্যারোপ্লেন ফ্লাইং মেকানিজম শীর্ষক ভার্চুয়াল সেমিনার।

এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কীভাবে ক্যারিয়ার গড়া যায়, কী ধরনের স্কিল দরকার, একটি বিমান কীভাবে ল্যান্ডিং এবং টেক-অফ করে, রাতের আঁধারে কীভাবে কিছু মনিটর বা ডিভাইসের সাহায্যে পথ দেখা যায়, নেভিগেশন সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে দিক বদলায়, কীভাবে একজন পাইলট প্রাকৃতিক দুর্যোগে বিমানকে কন্ট্রোল করে থাকেন, ব্ল্যাকবক্স প্রযুুক্তি রহস্য এবং অ্যারোপ্লেন ফ্লাইং মেকানিজম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সেমিনারটিতে।

আয়োজক সূত্রে জানা যায়, সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ইউনিভার্সিটি থেকে ৪০ জনকে সেমিনারে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।

প্রধান বক্তা ছিলেন ইউএস বাংলা এয়ারলাইনসের ইন্সট্রাক্টর ক্যাপ্টেন শেখ তাসদিক রাহমান। তিনি বলেন, আমাদের দেশের এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গড়ার প্রচুর সম্ভাবনা রয়েছ। ধরনের সেমিনার এই সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের উৎসাহিত করবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করা প্রয়োজন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫