বিআরটিসি

ট্রিপ ব্যবস্থাপনা ও টিকেটিংয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নির্দেশ

প্রকাশ: এপ্রিল ১২, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন-বিআরটিসির ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীর জন্য কোটি টাকা গ্র্যাচুইটি অনলাইনে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী গতকাল নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা গ্র্যাচুইটি প্রদান অনুষ্ঠানে কথা জানান।

অনলাইনে গ্র্যাচুইটি প্রেরণ একটি ভালো উদ্যোগ উল্লেখ করে মন্ত্রী বিআরটিসির ট্রিপ ব্যবস্থাপনা, টিকেটিংসহ গুরুত্বপূর্ণ প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অনিয়ম কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তা-কর্মচারী ডিপো ম্যানেজাররা সংযুক্ত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫