ঢাবিতে দুই দিনব্যাপী গণিত সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: এপ্রিল ১২, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে ইন্টারন্যাশনাল -কনফারেন্স অন ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্প্রতি সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে সম্মেলন আয়োজন করায় আয়োজক এবং এতে অংশগ্রহণকারী প্রখ্যাত গণিতবিদদের আন্তরিক ধন্যবাদ জানান। সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক নবীন গবেষকরা উপকৃত হবে এবং একাডেমিক উত্কর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য গণিত শিক্ষা গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং বিশ্বমানে উত্তীর্ণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষক-গবেষকদের প্রতি আহ্বান জানান।

গণিত বিভাগের চেয়ারপারসন অধ্যাপক . সেলিনা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক . সমীর কুমার ভৌমিক। দুই দিনব্যাপী সম্মেলনে দেশ-বিদেশের গবেষকরা ছয়টি বৈজ্ঞানিক বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে অংশগ্রহণ করেছেন দেশ-বিদেশের বরেণ্য গণিতবিদ, শিক্ষক, শিক্ষার্থী গবেষকরা। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫