ব্লকচেইন প্রযুক্তি বিষয়ে আইসিএমএবির ভার্চুয়াল সিপিডির আয়োজন

প্রকাশ: এপ্রিল ১২, ২০২১

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের (সিবিসি) উদ্যোগে সম্প্রতি ভবিষ্যৎ হিসাব প্রক্রিয়ায় ব্লকচেইন প্রযুক্তির প্রভাব শীর্ষক এক সিপিডি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মাদ আরিফ। সিপিডি অনুষ্ঠানটির সেশন চেয়ারম্যান ছিলেন আইসিএমএবির কাউন্সিল সদস্য ইনফিনিটি গ্রুপ অ্যান্ড করপোরেট সাপোর্ট লিমিটেডের চেয়ারম্যান ইমতিয়াজ আলম। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সিবিসির ট্রেজারার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম মায়শান।

ইনস্টিটিউটের চট্টগ্রাম অঞ্চলের বিপুল সংখ্যক ফেলো অ্যাসোসিয়েট সদস্য যোগ দেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন আইসিএমএবি সিবিসির সচিব আসাদুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন সিবিসির ভাইস চেয়ারম্যান কাঞ্চন চন্দ্র সোম। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫