ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের স্প্রিং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ: এপ্রিল ১২, ২০২১

সম্প্রতি অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের স্প্রিং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসাদ মুর্তজা। ওরিয়েন্টেশনে শিক্ষক কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক শাহ্নাজ হুসনে জাহান।

অনুষ্ঠানে নবীনদের বাংলা ভাষা সাহিত্য কোর্সটি পড়া কতটা জরুরি, সেই বিষয়ে আলোচনা করেন জাতীয় অধ্যাপক এবং ইউল্যাবের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি বিষয়ে জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক নূপুর দাসগুপ্ত। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫