কভিড-১৯ লকডাউন

গোপালগঞ্জে মাইক্রোবাসে রমরমা ব্যবসা

প্রকাশ: এপ্রিল ১২, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, গোপালগঞ্জ

কভিড-১৯ মহামারীর বিস্তার রুখতে সরকার ঘোষিত লকডাউনে গোপালগঞ্জ দূরপাল্লার বাস বন্ধ থাকলেও বন্ধ নেই মাইক্রোবাস, প্রাইভেটকার। সুযোগে রমরমা ব্যবসা করে নিচ্ছেন তারা। যাত্রীদের গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে এবং পুলিশ লাইন মোড় থেকে মাওয়া পর্যন্ত যাত্রীপ্রতি ৫০০ টাকা আদায় করা হচ্ছে, যেখানে স্বাভাবিক সময়ে ভাড়া ১৫০-২০০ টাকা। গতকাল সকালে ওই দুই স্থানে কমপক্ষে ১০টি মাইক্রোবাসকে যাত্রী তুলতে দেখা গেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫