লকডাউনে কারখানা বন্ধ রাখার দাবি গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের

প্রকাশ: এপ্রিল ১১, ২০২১

বণিক বার্তা অনলাইন

করোনা মহামারির নতুন ঢেউ মোকাবেলায় আসন্ন সর্বাত্মক লকডাউনে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা রেখে কারখানা বন্ধ রাখার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র রোববার(১১ এপ্রিল) সংগঠনের সভাপতি শ্রমিকনেতা অ্যাড. মন্টু ঘোষ সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, ক্রমাগত সংক্রমণ মৃত্যু হার বৃদ্ধির প্রেক্ষিতে সরকার আগামী ১৪ এপ্রিল ২০২১ থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে এর প্রেক্ষিতে পোশাক শিল্পের মালিকপক্ষের সংগঠনসমূহ কারখানা খোলা রাখার দাবিতে আজ সংবাদ সম্মেলন করেছে

বিবৃতিতে সরকার এবং মালিকদের প্রতি দাবি জানিয়ে বলা হয়, কারখানার শ্রমিকরা এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও তাদের জীবন স্বাস্থ্য নিরাপত্তা সবসময় উপেক্ষা করা হয়েছে

সর্বাত্মক লকডাউনে কারখানা বন্ধ রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ করার মধ্য দিয়ে তাদের ঘরে থাকা এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫