আজ রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে গ্যাসের চাপ কম থাকবে

প্রকাশ: এপ্রিল ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

গতকাল ভোর ৬টা থেকে আজ রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) গতকাল থেকে ১১ এপ্রিল (আজ) রাত ১০টা পর্যন্ত বাগরাবাদ সিদ্ধিরগঞ্জ গ্যাস লাইনে পিগিং কার্যক্রম করবে। এজন্য নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া মেঘনাঘাট এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

এর আগে, এপ্রিল সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস কয়েকটি ভালভে লিকেজ পায় তিতাস। তাই জরুরিভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

কোনো রকম পূর্ব নোটিস ছাড়া হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জবাসী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫