চিপ স্বল্পতায় রাউটার ডেলিভারিতে ৬০ সপ্তাহের বিলম্ব!

প্রকাশ: এপ্রিল ১১, ২০২১

বণিক বার্তা ডেস্ক

ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান রাউটার ডেলিভারিতে ৬০ সপ্তাহের মতো বিলম্ব হচ্ছে। এতে স্পষ্ট হয়ে উঠেছে চিপস্বল্পতায় কতটা মারাত্মকভাবে ধুঁকছে প্রযুক্তি শিল্প খাত। খবর ব্লুমবার্গ।

বৈশ্বিক মহামারী লকডাউনের কারণে ঘরে বসে কাজ বৃদ্ধি পাওয়ায় রাউটারের চাহিদা রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। কিন্তু চিপস্বল্পতায় ক্রয়াদেশকৃত রাউটার ডেলিভারিতে সংকটে পড়েছে নির্মাতা কোম্পানিগুলো। গত জানুয়ারি থেকে পণ্য সরবরাহকারী কোম্পানিগুলো এক বছর হাতে রেখে রাউটার অর্ডার দেয়ার অনুরোধ রাখছে।

রাউটারের চালানস্বল্পতা না থাকলেও সাপ্লাই চেইনে বিপত্তিতে আগামী ছয় মাসেও খাতে সংকট থাকবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। কয়েক মাসের লকডাউন শেষে চীনা কোম্পানিগুলো কার্যক্রম শুরুর পর থেকে চিপস্বল্পতা মাথাব্যথার কারণ হিসেবে দাঁড়িয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫