করোনায় আক্রান্ত আকরাম খান

প্রকাশ: এপ্রিল ১০, ২০২১

বণিক বার্তা অনলাইন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। শনিবার সকালে তিনি নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন এবং বাসাতেই আইসোলেশনে আছেন তিনি। 

গত ৩-৪ দিন ধরে গলা ব্যাথা ও ঠাণ্ডায় ভুগছিলেন আকরাম খান। এমন উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষার ফল পজিটিভ আসে।

এ বিষয়ে আকরাম খান বলেন, শুক্রবার পরীক্ষার জন্য নমুনা দিই। সন্ধ্যায় রিপোর্ট পাওয়ার পর জানতে পারি যে, আমি করোনায় আক্রান্ত। এরপর থেকে বাসায় আইসোলেশনে আছি। পরিবারের বাকি সদস্যদের অবস্থা এখনও জানা হয়নি। আজ সবার করোনা পরীক্ষা করা হবে। 

তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও সুস্থ রয়েছি আমি। আমার তেমন কোনও সমস্যা নেই। 

আকরাম খান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ দল ১৫টি ম্যাচে মাঠে নামে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫