চলতি মাসে টেক্সাসে ২৫ হাজার কর্মী নেবে ম্যাকডোনাল্ডস

প্রকাশ: এপ্রিল ১০, ২০২১

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যজুড়ে বিশ্বখ্যাত বার্গার চেইন ম্যাকডোনাল্ডসের যে রেস্তোরাঁগুলো আছে, সেগুলোর জন্য নতুন জনবল প্রয়োজন। আর তাই চলতি মাসেই ২৫ হাজার কর্মী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ২৫ হাজার ক্রু ব্যবস্থাপনা শাখার কর্মীদের নিয়োগ করা হবে।

এর আগে গত বছর করোনা মহামারীর প্রথম দফার ধকল কাটিয়ে যখন দোকানপাট খুলে দেয়া হলো, তখন যুক্তরাষ্ট্রজুড়ে লাখ ৬০ হাজার কর্মী নিয়োগ দিয়েছিল ম্যাকডোনাল্ডস। এর আগে অবশ্য বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়ার বা হোম ডেলিভারির সুযোগও চালু রেখেছিল প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সব মিলিয়ে প্রায় ১৪ হাজার দোকান বা রেস্তোরাঁ আছে ম্যাকডোনাল্ডসের। নিয়মিত কর্মীর পাশাপাশি সংস্থাটি প্রতি বছরই গ্রীষ্মের ছুটিতে হাজারো নতুন কর্মী নিয়োগ দেয়। সে সময় হাইস্কুল কলেজের শিক্ষার্থীরা পার্টটাইম কাজ হিসেবে বেছে নেয় বিখ্যাত বার্গার চেইন শপকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫