ভারতের হাতে চারকোটির বেশি টিকা মজুদ আছে

প্রকাশ: এপ্রিল ০৯, ২০২১

বণিক বার্তা অনলাইন

ভারতের কাছে বর্তমান মজুদ খুব শিগগিরই হাতে আসবে এমন চারকোটি ৩০ লাখের বেশি করোনা ভাইরাসের টিকা আছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

কেন্দ্রীয় সরকার প্রয়োজন অনুযায়ী টিকা সরবরাহ করছে না, এমন অভিযোগে দেশটির বেশ কিছু রাজ্যের টিকাদান কেন্দ্র বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার কথা বলেছেন তিনি খবর রয়টার্স

এক টুইট বার্তায় স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, ভীতি সঞ্চার বন্ধ করুন ঘাটতির প্রশ্ন উঠছে কোথা থেকে? আমরা ধারাবাহিকভাবে কাঁচামাল বাড়িয়ে যাচ্ছি পর্যবেক্ষণ করছি

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে প্রতিদিন প্রায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এই ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি তবে রয়টার্স জানিয়েছে ভারত এখন পর্যন্ত নয় কোটির বেশি ডোজ টিকা দিয়েছে

চুক্তি অনুযায়ী করোনার টিকা কভিশিল্ড উৎপাদন সরবরাহে ব্যর্থ হওয়ায় অ্যাস্ট্রাজেনেকা ভারতের সেরাম ইন্সটিটিউটকে আইনি নোটিশ দেওয়ার পর এমন তথ্য জানালেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী

এর আগে সেরাম ইন্সটিটিউটের প্রধান আদর পুনাওয়ালা ভারতের অভ্যান্তরীণ চাহিদাকে প্রাধান্য দেওয়ার কারণে অ্যাস্ট্রাজেনেকার হুমকির কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন

সেরাম এখন পর্যন্ত ১০ কোটি ডোজ টিকা ভারতের কেন্দ্রীয় সরকারকে সরবরাহ করেছে এবং কোটি ডোজ টিকা অন্য দেশে রপ্তানি করেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫