সোনালী ব্যাংকের হুইসেল ব্লোয়ার্সের ন্যায়পাল হলেন কামরুল ইসলাম

প্রকাশ: এপ্রিল ০৯, ২০২১

ব্যাংকিং কর্মকাণ্ডে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা শুদ্ধাচার প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে হুইসেল ব্লোয়ার্সের ন্যায়পালের কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড। হুইসেল ব্লোয়ার্স ন্যায়পাল হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান একেএম কামরুল ইসলামকে।

সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ন্যায়পাল কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে, গত ১১ জানুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদে হুইসেল ব্লোয়িং নীতিমালা-২০২১ অনুমোদিত হয়। হুইসেল ব্লোয়ার পলিসির মূল উদ্দেশ্য হলো, ব্যাংকের অভ্যন্তরে সংঘটিত অসদাচরণ, দুর্নীতি, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং অনৈতিক কর্মকাণ্ডমুক্ত একটি পূর্ণ আস্থাভাজন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করা। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫