নতুন শ্রমবিধি

সৌদি শপিংমলে কাজ করতে পারবেন কেবল নাগরিকরা

প্রকাশ: এপ্রিল ০৯, ২০২১

বণিক বার্তা ডেস্ক

নতুন শ্রমবিধি অনুযায়ী সৌদি আরবের শপিংমলগুলোয় কেবল নিজ দেশের নাগরিকরা কাজ করতে পারবেন। দেশটির মানবসম্পদ সমাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আহমেদ বিন সুলায়মান আল-রাজি -সম্পর্কিত তিনটি নতুন শ্রম নির্দেশিকা জারি করেছেন। নতুন নির্দেশিকাগুলো মধ্যপ্রাচ্যের দেশটির খুচরা রেস্তোরাঁ খাতের কর্মসংস্থানে রদবদল এনে দেবে বলে মনে করা হচ্ছে। মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, পরিবর্তনের মাধ্যমে ৫১ হাজার সৌদি নারী-পুরুষের কর্মসংস্থান হবে। খবর আরব নিউজ।

তেলের রাজস্ব কমে যাওয়ার মধ্যেই উপসাগরীয় দেশের সরকারগুলোকে আরো বেশি নাগরিককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হচ্ছে। ফলে একসময় প্রবাসী কর্মীদের ওপর নির্ভরশীল খাতগুলোয় স্থানীয়করণ কর্মসূচি বাড়িয়ে দিচ্ছে তারা। কারণে চাকরি হারানোর মুখে রয়েছেন অনেক প্রবাসী। প্রথম নির্দেশনায় বলা হয়েছিল, কেবল সৌদিরা শপিংমল এবং সেগুলোর পরিচালনা অফিসগুলোয় কাজ করতে পারবে। এক্ষেত্রে সীমিতসংখ্যক কর্মসংস্থানে ছাড় দেয়ার কথা বলা হলেও মন্ত্রণালয় সেই সংখ্যা বেঁধে দেয়নি।

অন্য নির্দেশনাগুলোয় রেস্তোরাঁ, ক্যাফে ক্যাটারিং বাণিজ্যে সৌদিদের সংখ্যা বাড়ানোর সঙ্গে সম্পর্কিত ছিল। বিবৃতিতে খাতে সৌদিকরণের হারের বিষয়টিও নির্দিষ্ট করে দেয়া হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫