শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিয়ে দেওয়া কার্গোর রঙ বদলে বাঁচার চেষ্টা: কার্গসহ আটক ১৪

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২১

বণিক বার্তা অনলাইন

রং পাল্টিয়ে বাঁচার চেষ্টা করেছিল শীতলক্ষ্যায় ধাক্কা দিয়ে লঞ্চ ডুবিয়ে দেওয়া কার্গোর কেভিন-ক্রুরাতবে সেই চেষ্টা সফল হয়নি জাহাজটির চালকসহ ১৪ জনকে আটক করা হয়েছে আটক করা হয়েছে রং বদলানো কার্গো জাহাজ এসকেএল-

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় নোঙর করা অবস্থায় কার্গো জাহাজটি আটক করে কোস্টগার্ড

পাগলা স্টেশনের কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম বলেন, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে বিআইডব্লিউটিএর টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি সাবিক আল হাসানকে শহরের কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ এসকেএল- পেছন থেকে ধাক্কা দেয় এতে লঞ্চটি ডুবে যায় ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে

তিনি আরো বলেন, যাত্রাবাহী লঞ্চটিকে ধাক্কা দেওয়ার পর কার্গোটি দ্রুত মুন্সিগঞ্জের গজারিয়ায় চলে যায় কোস্টগার্ডকে ফাঁকি দিতে রং বদলে ফেলা হয় কার্গোর অভিযান চালিয়ে গজারিয়া থেকে কার্গোটি আটক করা হয় করে কোস্টগার্ড এসময় চালকসহ আরো ১৪ জনকে আটক করা হয়

এর আগে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় কার্গোর চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বি আইডব্লিউটিএ)


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫