মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি

চিকিৎসা সেবায় ১৯ ব্যাক্তি-প্রতিষ্ঠানকে পদক দেয়ার সিদ্ধান্ত দুই সংগঠনের

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২১

বণিক বার্তা অনলাইন

১ থেকে ৭ এপ্রিল পালিত চিকিৎসা সপ্তাহের শেষদিন গতকাল ৭ এপ্রিল প্রথমবারের মতো  ‘মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট’ ও  ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি’ চিকিৎসা সংক্রান্ত কাজে বিশেষ অবদান ও সহায়তার  স্বীকৃতিস্বরূপ মোট ১৪ জন চিকিৎসক, একজন সাংবাদিক, একজন আইনজীবী এবং ৩ টি প্রতিষ্ঠানসহ সর্বমোট ১৯টি  পদক প্রদানের সিদ্ধান্ত  ঘোষণা করেছে।

এ উপলক্ষে ভার্চুয়াল মিডিয়াতে উপস্থিত হয়ে মতামত তুলে ধরেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) এর মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী, ওজিএসবি এর সেক্রেটারি অধ্যাপক ডা. গুলশান আরা,  মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট এর মহাসচিব অধ্যাপক ডা. রোকন উদ্দীন। 

আগামী বছর থেকে নিয়মিতভাবে এ পদক প্রদান  চালু থাকবে বলে  অনুষ্ঠান থেকে ঘোষণা দেয়া হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫