বেসরকারি ব্যাংকিং খাতের শীর্ষ চার করদাতার তালিকায় ন্যাশনাল ব্যাংক

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২১

২০১৯-২০ করবর্ষে সর্বোচ্চ করদাতা চারটি ব্যাংকের একটি হিসেবে করদাতা সম্মাননায় ভূষিত হয়েছে সম্পূর্ণ দেশীয় মালিকানায় প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংক লিমিটেড। শীর্ষ চার করদাতা ব্যাংকের বাকি তিনটি আন্তর্জাতিক বেসরকারি ব্যাংক। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ট্যাক্স কার্ড সম্মাননা প্রদান অনুষ্ঠানে বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের কাছ থেকে ক্রেস্ট ট্যাক্স কার্ড গ্রহণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালনক শাহ্ সৈয়দ আব্দুল বারী এবং ব্যাংকের সিএফও কৃষ্ণ কমল ঘোষ। কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল অব্যাহতি) অপূর্ব কান্তি দাস বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক মো. রেজাউল করিম চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ২০১৮-১৯ করবর্ষেও সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছিল ব্যাংকটি। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫