সাজিদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার গ্রিন বন্ড অনুমোদন

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি উন্নয়ন সংস্থা সাজিদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার গ্রিন বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৬৯তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় দুই বছর মেয়াদি রূপান্তর অযোগ্য পুরোপুরি অবসায়নযোগ্য প্রথম এই জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট উচ্চসম্পদশালী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে নতুন চলমান প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বর্ধিত করার পাশাপাশি পরিবেশের উন্নয়ন নিশ্চিত করবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে।

১৯৮৭ সালে একটি ছোট গ্যারেজ স্কুলের মাধ্যমে সাজিদা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের ২৫টি জেলায় এর কার্যক্রম রয়েছে। দেশব্যাপী তাদের ২৩২টি ব্রাঞ্চ আছে। প্রতিষ্ঠানটির বার্ষিক বাজেটের পরিমাণ হাজার ৪০৬ কোটি টাকা। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ, কৃষি, পশুপালন, হাসপাতাল, নারীদের জীবনমান উন্নয়ন, ম্যালেরিয়া নির্মূল, রোহিঙ্গা কর্মসূচি, পানি বিশুদ্ধকরণ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫