মে থেকে সিঙ্গাপুরে যেতে আইএটিএ পাস লাগবে

প্রকাশ: এপ্রিল ০৭, ২০২১

বণিক বার্তা ডেস্ক

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে যাচ্ছে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। তবে সে দেশে ভ্রমণের জন্য যাত্রীদের কিছু নিয়ম মানতে হবে। থাকতে হবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ট্রাভেল পাস। আগামী মে মাস থেকে নিয়ম কার্যকর হবে। খবর ব্লুমবার্গ।

আইটিএটিএর নির্ধারিত অ্যাপে একজন যাত্রী তার কভিড-১৯ টেস্টের রিপোর্ট সংযুক্ত করতে পারবে। তবে টেস্ট অবশ্যই করতে হবে অনুমোদিত পরীক্ষাগারে। অ্যাপের কাজ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এপ্রিলের শেষ নাগাদ এটি সাধারণ মানুষের ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আইএটিএ আশা করছে, তাদের পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন দেশের স্বাস্থ্য সনদগুলো একটি ডিজিটাল প্রক্রিয়ার মধ্যে আসবে।

সিঙ্গাপুরের করোনা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। তাই দেশটি টিকাদান কর্মসূচি সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে মনোযোগ দিয়েছে। এরই মধ্যে হংকং অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপ শুরু করেছে দেশটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫