মার্চে ভারতের কারখানার কার্যক্রম কমেছে

প্রকাশ: এপ্রিল ০৭, ২০২১

বণিক বার্তা ডেস্ক

ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্যবসার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গত মাসে দেশটিতে উৎপাদন কার্যক্রম সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। খবর হিন্দুস্তান টাইমস।

বাজার গবেষণা সংস্থা আইএইচ মার্কিটের প্রকাশিত তথ্যে দেখা গেছে, উৎপাদন খাতের পারচেজিং ম্যানেজার সূচক (পিএমআই) ৫৫ দশমিক পয়েন্টে নেমে গেছে। যেখানে ফেব্রুয়ারিতে পিএমআই সূচক ছিল ৫৭ দশমিক ৫। নতুন চাহিদা অভ্যন্তরীণ বাজারে বিক্রি ধীরগতির কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও গড় পিএমআই সূচক ৫৩ দশমিক থেকে সূচক ওপরেই রয়েছে।

আইএইচএস মার্কিটের অর্থনীতি বিভাগের সহযোগী পরিচালক পলিয়ানা দে লিমা বলেন, সমীক্ষায় অংশগ্রহণকারীরা ইঙ্গিত দিয়েছেন, কভিড-১৯-এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাহিদা বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। চলমান টিকাদান কর্মসূচি ব্যবসায়িক আত্মবিশ্বাসে ইতিবাচকতা ধরে রেখেছে। তবে স্বল্পমেয়াদি পূর্বাভাসের ওপর ক্রমবর্ধমান অনিশ্চয়তা কারখানার কার্যক্রমকে সাত মাসের সর্বনিম্ন স্তরে নিয়ে গেছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং অনেক রাজ্যে নতুন করে লকডাউন আরোপ হওয়ায় ভারতীয় উৎপাদকরা চলতি মাসেও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫