লকডাউনের দ্বিতীয় দিনেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রকাশ: এপ্রিল ০৬, ২০২১

বণিক বার্তা অনলাইন

করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ দ্বিতীয় দিনের লকডাউন চলছে। এ দিনেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মার্কেট ও দোকানপাট খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের সামনে  ১৫ থেকে ২০

মিনিটের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় আড়াইশ ব্যবসায়ী এ বিক্ষোভে অংশ নেন। 

বিক্ষোভরত ব্যবসায়ীদের দাবি, লকডাউনে তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লকডাউন তুলে দিলে ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকান-ব্যবসা পরিচালনা করবেন বলে জানিয়েছেন। 

এ সময় লকডাউনবিরোধী বিভিন্ন স্লোগান দেন ব্যবসায়ীরা। তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই চলে যান তারা। এ ঘটনায় কোনো গ্রেফতারের ঘটনা ঘটেনি বলে সিদ্ধিরগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা বণিক বার্তাকে জানিয়েছেন।





সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫